• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

১৩ বছরেও রাজপথে দাঁড়াতে পারেনি বিএনপি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২  

দীর্ঘ ১৩ বছর ধরে নানা ইস্যুতে আন্দোলন করে আসছে বিএনপি। কিন্তু কোন্দল আর নেতৃত্ব সংকটে এখনো রাজপথে ঠিক মতো দাঁড়াতে পারেনি দলটি।

সম্প্রতি রাজপথে আবার ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে বিএনপি। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই আন্দোলনের জোয়ার বেশিদিন ধরে রাখতে পারেনি তারা। বিএনপির সাম্প্রতিক আন্দোলন অল্প সময়েই জৌলুস হারিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কতিপয় সিনিয়র নেতার বেফাঁস মন্তব্যের কারণে আন্দোলনের জৌলুস হারিয়েছে বিএনপি। এসব নেতা দলীয় স্পর্শকাতর বিষয় নিয়ে যেভাবে গণসমাবেশ গুলোতে কথা বলছেন তাতে উল্টো তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একইসঙ্গে নতুন করে সংকটে পড়েছে দলটি।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত সম্পর্কের বিষয়টি এখন একটি স্পর্শকাতর পরিস্থিতিতে রয়েছে। দুই দলের নেতারা কখনো বলছেন বিচ্ছিন্ন হওয়ার কথা। আবার কখনো হাঁটছেন উল্টোপথে। সম্প্রতি এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপরই তিনি পড়েছেন দুই দলের নেতাদের রোষানলে।

আবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া এবং তারেক রহমানের কথায় দেশ চলবে। অথচ বিএনপিরই আরেক পক্ষ বলছে- খালেদা জিয়া আর রাজনীতিতে আগ্রহী নন। তারেকও সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে আছেন।

রাজনৈতিক মহল বলছে, সিনিয়র নেতাদের দায়সারা ও বেফাঁস মন্তব্যের কারণে অস্বস্তিতে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা। এর প্রভাব পড়েছে আন্দোলনেও। অভিভাবকহীন হয়ে নিষ্ক্রিয় হচ্ছেন নেতাকর্মীরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –